কুলাউড়ায় বজ্রপাতে শিশুসহ প্রাণ গেল ২ জনের
- আপডেটের সময় : ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ৪২৮ টাইম ভিউ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের হাকালুকি হাওরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ির পার্শ্ববর্তী হাকালুকি হাওরে মাছ শিকার করছিল। বেলা ৪টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই বড় ভাই ফাহিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় ছোট ভাই ইব্রাহিমকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় একই সময়ে বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় উভয় পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে এবং চাল ৫০ কেজি ও ডাল ৫ কেজি দেয়া হবে।#