বিনা টিকেটে ট্রেনে ওঠায় ৪৫ যাত্রীর জরিমানা
- আপডেটের সময় : ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ৩২১ টাইম ভিউ
জয়পুরহাট রেলওয়ে স্টেশনে টিকেট না কেটেই ট্রেন ভ্রমণের দায়ে ৪৫ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, বুধবার চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা, নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগরসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিকেট না কেটেই ভ্রমণের দায়ে ৪৫ জন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি অনুযায়ী ট্রেন ভ্রমণের জন্য জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
জয়পুরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযানে দায়িত্বরত ১০ জন টিকেট সংগ্রহকারীসহ বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন।#