ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

এক শ বছরে আবার বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার দুটি রাজ্যের

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / ৩৯৩ টাইম ভিউ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের। আর দেশটিতে নতুন করে এই সংক্রমণ ঠেকাতে ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যটির সঙ্গে দেশটির অন্য সব রাজ্যের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অবিলম্বে। পাশাপাশি ১০০ বছরে প্রথমবারের মতো ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের সীমানা বন্ধ হচ্ছে আবার। এই রাজ্যে সোমবার নতুন করে ১২৭ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস মহামারিতে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভিক্টোরিয়া রাজ্যে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ভিক্টোরিয়া-নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা দেওয়ার ঘোষণা দিয়েছেন এনএসডব্লিউ রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় দুটি রাজ্যের মধ্যে চলাচল বন্ধের এই সিদ্ধান্তটি কঠিন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বেরেজিক্লিয়ান।

সোমবারের ঘোষিত সিদ্ধান্তে প্রথমবারের মতো ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্যে ১০০ বছরে সীমানা বন্ধ হচ্ছে আবার। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লু মহামারি চলাকালীন এই দুটি রাজ্যের মধ্যে চলাচল বন্ধ হয়েছিল। এ সিদ্ধান্তের আওতায় প্রায় ৫০টি প্রধান সড়ক, ট্রেন স্টেশন এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪টি হাইওয়ে ৩৩টি ব্রিজ এবং দুটি নৌপথকে কড়া নজরদারিতে রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রায় সব যাতায়াতের পথেই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা যে কাউকে থামিয়ে প্রশ্ন করার জন্য সব সময় উপস্থিত থাকবে। বিশেষ কাজে শুধু অনুমতি রয়েছে এমন কেউ এবং জরুরি সেবাদাতা, মালবাহী গাড়িচালক ও ফিরতি যাত্রীরাই এই বিধিনিষেধের বাইরে থাকবে।

পোস্ট শেয়ার করুন

এক শ বছরে আবার বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার দুটি রাজ্যের

আপডেটের সময় : ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের। আর দেশটিতে নতুন করে এই সংক্রমণ ঠেকাতে ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যটির সঙ্গে দেশটির অন্য সব রাজ্যের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অবিলম্বে। পাশাপাশি ১০০ বছরে প্রথমবারের মতো ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের সীমানা বন্ধ হচ্ছে আবার। এই রাজ্যে সোমবার নতুন করে ১২৭ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস মহামারিতে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভিক্টোরিয়া রাজ্যে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ভিক্টোরিয়া-নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা দেওয়ার ঘোষণা দিয়েছেন এনএসডব্লিউ রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় দুটি রাজ্যের মধ্যে চলাচল বন্ধের এই সিদ্ধান্তটি কঠিন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বেরেজিক্লিয়ান।

সোমবারের ঘোষিত সিদ্ধান্তে প্রথমবারের মতো ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্যে ১০০ বছরে সীমানা বন্ধ হচ্ছে আবার। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লু মহামারি চলাকালীন এই দুটি রাজ্যের মধ্যে চলাচল বন্ধ হয়েছিল। এ সিদ্ধান্তের আওতায় প্রায় ৫০টি প্রধান সড়ক, ট্রেন স্টেশন এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪টি হাইওয়ে ৩৩টি ব্রিজ এবং দুটি নৌপথকে কড়া নজরদারিতে রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রায় সব যাতায়াতের পথেই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা যে কাউকে থামিয়ে প্রশ্ন করার জন্য সব সময় উপস্থিত থাকবে। বিশেষ কাজে শুধু অনুমতি রয়েছে এমন কেউ এবং জরুরি সেবাদাতা, মালবাহী গাড়িচালক ও ফিরতি যাত্রীরাই এই বিধিনিষেধের বাইরে থাকবে।