এন.সি স্পোর্টিং ক্লাব নছিরগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন
- আপডেটের সময় : ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ৭০৬ টাইম ভিউ
কুলাউড়ার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের মধ্যবর্তি স্হান হওয়াতে দুই ইউনিয়নের তরুন ও যুবকদের নিয়ে গঠিত এন সি স্পোটিং ক্লাব নছিরগন্জ ।
ঐতিহ্যবাহী এন সি স্পোটিং ক্লাব এর(ক্রীড়া সংগঠনের) এক বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘোষনা করা হয়েছে গত ২৮ জুন ।
এ উপলক্ষে ২৮ জুন সন্ধায় নছিরগন্জ বাজারে অস্হায়ী কার্যলয়ে আলোচনা সভায় সংগঠনের সকল সদস্যদের ভোটের মধ্যে দিয়ে পূনার্ঘ কমিটি ঘোষনা করা হয়।
এন.সি. স্পোটিং ক্লাব নছিরগঞ্জের পূর্ণাঙ্গ কমিটিতে দায়ীত্বপ্রাপ্ত হয়ে যারা এসেছেন
সভাপতিঃ
মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতিঃ মোঃ জুনেদ আহমেদ ,মোঃ রুবেল হোসেন ,
সাধারণ সম্পাদকঃ মোঃ মাহমুদুল হাসান সুমন ,যুগ্ম সম্পাদকঃ মোঃ মুহিব আহমদ ,সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আব্দুল মান্নান, মোঃ রুহুল আমিন ,কোষাধ্যক্ষঃ মো আব্দুল আসাদ ,
সমাজ কল্যাণ সম্পাদকঃমোঃ সাইফুর রহমান ,প্রচার সম্পাদকঃ মোঃ সায়েম আহমদ ,মোঃ রুবেল আহমদ প্রমুখ ।
এন সি স্পোটিং ক্লাবের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সুমনের উপস্হাপনায়
সংগঠনের সকলের উপস্হিতি ও ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
এসময় সভাপতির বক্তব্য আফজাল হোসেন বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধূলার প্রয়োজন। এন সি স্পোটিং ক্লাবের সকল কে আমি ধন্যবাদ জানাই এই সংগঠনটিকে আবার নতুন রুপ দেওয়ার জন্য।
আমরা অতিতের ন্যায় খেলার টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখে তরুন ও যুব সমাজের জন্য বেশী করে খেলাধূলার আয়োজন করে যাবো ইনশাল্লাহ ।
সভাপতি উপস্থিত সকল সদস্যদের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।