ঢাকায় নেওয়া হচ্ছে,খালেদা জিয়ার উপদেষ্টা ইনামুল কে
- আপডেটের সময় : ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ৩৮২ টাইম ভিউ
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে নগরের পাঠানটুলাস্থ মাউন্ড এডোরা হাসপাতালে থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এ্যাপলোহাসপাতালে নেওয়া হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিলেট শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি হন ইনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। গতকাল শুক্রবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। উনার ফুসফুসে ইনফেকশন বেড়ে যায়। এমন অবস্থায় আজ শনিবার বিকেলে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকার এ্যাপলো হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, সিলেটবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকলের কাছে ইনামুল হক দোয়ার দরখাস্ত করেছেন।