পাখি ভেবে সাপের গর্তে হাত, স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
- আপডেটের সময় : ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ৫৮৭ টাইম ভিউ
মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে পাখি ভেবে সাপের গর্তে হাত দেয়ায় সর্প দংশনে সোয়াদ মোল্যা (১০) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সোয়াদ মাগুরা শহরের পুলিশ লাইনস্ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং কুকনা গ্রামের ভ্যান চালক সাজ্জাদ মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের ভেতর সাপের গর্তকে পাখির বাসা মনে করে তার মধ্যে হাত ঢোকায় সোয়াদ। এসময় গর্তে থাকা বিষধর একটি সাপ তাকে দংশন করে। বাড়িতে এসে প্রথমে ভয়ে সে কাউকে কিছু না বলে কাঁদতে থাকে। তার মা শিল্পী বেগম ঘটনা জানতে চাপাচাপি করলে সে জানায়, একটি গর্তে মাছরাঙ্গা পাখি ধরতে গিয়ে পাখির ঠোঁকরে হাত কেটে গেছে। তখন মা শিল্পী বেগম তার হাত কাপড় দিয়ে বাঁধেন।একপর্যায়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে সোয়াদ। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।