বড় ধরণের প্রাণহানী থেকে রক্ষা পেলো জিন্দাবাজার
- আপডেটের সময় : ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ৬২২ টাইম ভিউ
সাত দিনও পেরোয় নি। এর মাঝেই ভেঙ্গে পড়লো বিদ্যুতের খুঁটি। এতে বড় ধরণের প্রাণহানী থেকে রক্ষা পেলো নগরী। গতকাল ২৬ জুন রাতে ঘটনাটি ঘটেছে নগরীর জিন্দাবাজার এলাকায় সড়কে (রোড ডিভাইডারে)।
রাতের আধাঁরে জনমানবহীন থাকায় খুটি ভেঙ্গে পড়ার পরও বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দিনের বেলা যানবাহন আর মানুষ চলাচলের মধ্যে যদি ভেঙে পড়তো, তাহলে বড় বিপদ হতে পারতো। কত বড় ক্ষতি সাধন হতো তা অনুমান করা যায় সহজেই ।
জানা গেছে, মাত্র সপ্তাহখানেক আগে এসব খুঁটি বসানো হয়েছিল নগরীতে,সিলেট সিটি করপোরেশন আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বসানো হয় খুঁটিগুলো। তবে অনেকেই মনে করছেন, নিম্নমানের খুঁটি আর ঠিকমতো কাজ না করায় এসব খুঁটি ভেঙে পড়েছে। তবে মানের জন্য নয়, মালবোঝাই ট্রাকের ধাক্কায় খুঁটি গুলো ভেঙ্গে পড়েছে বলে দাবী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুত) রুহুল আলম বলেন, ‘এই কাজের সম্পূর্ণ দায়িত্ব পিডিবির। আমরা শুধু জায়গা দেখিয়ে দিয়েছি, বাকিসব কাজ পিডিবিই করছে।’
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পরিচালক জিয়াউল হাসান বলেন, একটি ট্রাক ধাক্কা দেওয়ায় খুঁটি দুইটি ভেঙে যায়। তবে ট্রাকটিকে আটক করা যায়নি। সাপ্তাহিক ছুটি শেষে অফিস খোলার পর আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেব।