ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
সাবেক সাংসদ সেলিমা আহমাদ মেরীর সাথে পর্তুগাল আওয়ামিলীগের মতবিনিময় সভা কুলাউড়ার হাজীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই দুজন গ্রেফতার কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায়  আছকির মিয়া (৫০)নিহত  হয়েছেন। বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা বশির আহমদ মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর কমিটি গঠন পবিত্র কাবা থেকে বদরের প্রান্তরে… কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম কে সংবর্ধনা দিয়েছে মনফালকনে গরিজিয়া বিএনপি ইতালির মিলানে রকমারি সাজে নানান আয়োজনে প্রবাসীদের বৈশাখী অনুষ্ঠান সম্পন্ন বর্তমান পরিস্থিতির উপর দেশবাসীকে যে বার্তা দিলেন শায়খ নূরে আলম হামিদী

সিলেটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

সিলেট ডেক্স:
  • আপডেটের সময় : ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • / ৩৯৪ টাইম ভিউ

সিলেটের মোগলাবাজার থানার নেগাল গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। এসময় উভয় পক্ষেরই ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে ১১ জনকে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চেরাগ আলী (৬৫) ওই গ্রামের আরিফ উল্লাহের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেগাল গ্রামের হাওরে জমির আইল (সীমানা) কাটা নিয়ে লুৎফুর রহমান ও আমিন উল্লাহ পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে সংঘর্ষের শুরু হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন আমিন উল্লাহের ভাতিজা চেরাগ আলী। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের ১১ জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।#

পোস্ট শেয়ার করুন

সিলেটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

আপডেটের সময় : ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

সিলেটের মোগলাবাজার থানার নেগাল গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। এসময় উভয় পক্ষেরই ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে ১১ জনকে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চেরাগ আলী (৬৫) ওই গ্রামের আরিফ উল্লাহের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেগাল গ্রামের হাওরে জমির আইল (সীমানা) কাটা নিয়ে লুৎফুর রহমান ও আমিন উল্লাহ পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে সংঘর্ষের শুরু হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন আমিন উল্লাহের ভাতিজা চেরাগ আলী। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের ১১ জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।#