৯টি মেশিন বিতরন করেছে সিলেট আইডিয়াল সোসাইটি
- আপডেটের সময় : ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ৫২০ টাইম ভিউ
মাস্কসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ভাইরাস মুক্ত করে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারে এমন ৯টি মেশিন সিলেটের বিভিন্ন হাসপাতালে বিতরণ করেছে সিলেট আইডিয়াল সোসাইটি।
রবিবার (২১ জুন) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, খাদিম ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং কিডনি ফাউন্ডেশনে এই মেশিন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এম এ সালাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. জামাল আহমেদ চৌধুরী, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. শান্তনু ধর ইমন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান, কিডনি ফাউন্ডেশনের পরিচালক ডা. মুশফিক আহমেদ চৌধুরী, খাদিম ৩১ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক জালাল আহমেদ চৌধুরী।
সিলেট আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোস্তাকিম চৌধুরী অনি, হোসেইন আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, জামিল আহমেদ, ফাহিম আহমদ চৌধুরী, ডা. মামুন ইবনে মুনীম।