কামরানের মৃত্যুতে নাসের রহমানের শোক
- আপডেটের সময় : ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ৪৩৫ টাইম ভিউ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান।
আজ মঙ্গলবার (১৬ জুন) এক শোকবার্তায় বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে তাঁর সান্নিধ্যের স্মৃতিচারণ করে এম নাসের রহমান বলেন, ‘২০০৭ সালে কুমিল্লা কারাগারে ৭ মাস এক সঙ্গে কারাবন্দি ছিলাম। সেসময় তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্য হয়। তিনি একজন সাদা মনের অমায়িক মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে আনন্দ বোধ করতাম। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সৎ ও নির্ভিক রাজনৈতিক ব্যক্তিকে হারাল।’
নাসের রহমান বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরানের অভাব অপূর্ণই থেকে যাবে। সিলেটবাসীর কাছে তাঁর অভাব কিছুতেই পূরণ হওয়ার নয়। তিনি বেঁচে থাকবেন সিলেটবাসীর অন্তরে।’
এম নাসের রহমান বদরউদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।