সিলেটে ও সুনামগঞ্জে ৯৮ জনের করোনা শনাক্ত
- আপডেটের সময় : ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ৩৫১ টাইম ভিউ
সিলেটে নতুন করে আরো ৫০ জন রোগী করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন আরো ৪৮ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব রিপোর্টে এ তথ্য জানা গেছে।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- রোববার মোট ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছেন। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেট বিভাগে আরো ৪৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
১৯৯ জনের নমুনা পরীক্ষায় এই রোগীরা শনাক্ত হন। আক্রান্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে।