কুলাউড়ার শরীফপুরে কর্মহীন মানুষের পাশে দাড়ালো আব্দুর রশীদ ফাউণ্ডেশন
- আপডেটের সময় : ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ৫৪৫ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে অসহায় ও কর্মহীন প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের রশীদ আলী ফাউণ্ডেশন।
বৃহস্পতিবার (১৪ মে) মরহুম রশিদ আলীর এক মাত্র ছেলে ফ্রান্স প্রবাসী হাবিবুর রহমানের আর্থিক সহযোগিতায় রশিদ আলী ফাউণ্ডেশন কমিটির তত্ত্বাবধানে নমৌজা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এসব পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আরকান উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছালাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সহিদ, শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমদ হায়দারী, শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন,
দেশদিগন্তের বার্তা সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, শরীফপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মোঃ মখদ্দছ আলী, আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মোঃ নছিমুর রহমান নছিম, হেল্থ প্রোপাইটার মুরাদ আহমেদ, শরীফপুর ছাত্র দলের নেতা মোঃ আব্দুল হামিদ, মনজুর হাসান মারজান, আব্দুস ছামাদ, আব্দুল্লাহ আল রিপন, রশীদ আলী ফাউণ্ডেশনের সদস্য আক্তার, আলকাছ,মুক্তার, জাফর মেম্বার।
প্রথম ধাপে শরীফপুর ইউনিয়নের দেড়শতাদিক পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দিলো এই ফাউণ্ডেশন। কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের ক্ষুধা নিবারণে প্রাণপ্রণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনকে আর্থিক সহযোগীতা ও তাদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফাউণ্ডেশনের পৃষ্টপোষক শরীফপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জানান, ‘মানবিক কারণে আমার পিতার নামে আব্দুর রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এ আয়োজন।
বর্তমান পরিস্থিতিতে আমরা গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই রমজান মাসে ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও কিছু পরিবারকে আমরা নগদ অর্থ দেওয়র চিন্তা করছি।’
উল্লেখ্য, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে মরহুম আব্দুর রশীদ এর উত্তরাধিকাররা সম্মিলিতভাবে ‘আব্দুর রশীদ ফাউণ্ডেশন’ প্রতিষ্ঠা করেন।