আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেটের সময় : ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৩৮ টাইম ভিউ
ব্লাড ডোনেট ফাউন্ডেশন কুলাউড়া’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারী,শনিবার কটারকোনা বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান এবং প্রচার সম্পাদক হাসানুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের উপদেষ্টা ও কুলাউড়া প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি হাবিবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-হামরা (প্রাঃ) হসপিটাল এর ব্যবস্থাপক মীর হুমায়ুন আহমেদ, নিরাপদ স্বাস্থ্য আন্দোলন কুলাউড়া এর সিনি:সহ-সভাপতি সাইদুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আলিম উদ্দীন, বিশিষ্ট সামাজসেবক ও খছরু নোমান।অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান।
উপস্থিত ছিলেন রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন সিলেট’র প্রতিষ্ঠিতা সভাপতি রাসেল আহমদ,খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়ার সহকারী পরিচালক আব্দুস সামাদ,রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন কুলাউড়া’র সহ-সভাপতি আব্দুস সামাদ তানভীর,আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি আজিজুর রহমান সেজুল,সিনি:সহ সভাপতি রোকন উজ জামান রনি,সাংগঠনিক ফয়জুর রহমান,সহকারী শিপু আহমদ,আহমেদ মুজাহিদ,মাসুম আহমদ,মাহমুদ আহমদ,রঞ্জিত মল্লিক,আহমেদ রাজু,আহমেদ জুবায়ের মাহিদ সহ প্রমুখ দায়ীত্বশীলবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা করে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে অত্র সংগঠনের বহুবিধ কর্মাকাজের প্রশংসা করেন। এবং রক্তদানে মানুষকে উংসাহিত করণের লক্ষে জনসচেতনামূলক বক্তব্য দিয়ে সংগঠনের সু-উজ্জল ভবিষৎ কামনা করেন।
আলোচনা সভা শেষে প্রায় ৪ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।