ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

ফের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
  • / ৩১৬ টাইম ভিউ

ফের ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কি পরিমাণ হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে এখনো তা জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে হামলাটি চালানো হয়। যদিও ভয়াবহ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

পরিচয় গোপন রাখার শর্তে এক আর্মি ক্যাপ্টেন তুর্কি বার্তাকে জানান, বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরবর্তী ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনার অবস্থান ছিল। অন্তত দুইটি কাত্যুশা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ঘাঁটিটি গুড়িয়ে দেয়া হয়।

গত রবিবার (১২ জানুয়ারি) আল-বালাদ ঘাঁটিতে ৮টি কাত্যুশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। ভয়াবহ সেই হামলায় বেশ কয়েকজন ইরাকি সেনা হতাহত হন।

এর আগে গত ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। অবশেষে বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

পোস্ট শেয়ার করুন

ফের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

আপডেটের সময় : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০

ফের ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কি পরিমাণ হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে এখনো তা জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে হামলাটি চালানো হয়। যদিও ভয়াবহ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

পরিচয় গোপন রাখার শর্তে এক আর্মি ক্যাপ্টেন তুর্কি বার্তাকে জানান, বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরবর্তী ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনার অবস্থান ছিল। অন্তত দুইটি কাত্যুশা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ঘাঁটিটি গুড়িয়ে দেয়া হয়।

গত রবিবার (১২ জানুয়ারি) আল-বালাদ ঘাঁটিতে ৮টি কাত্যুশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। ভয়াবহ সেই হামলায় বেশ কয়েকজন ইরাকি সেনা হতাহত হন।

এর আগে গত ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। অবশেষে বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।