‘ইয়ূথ-স্টাফ, সিলেট, সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ’
- আপডেটের সময় : ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ৬৮৭ টাইম ভিউ
সিলেটের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন এবং সিলেট বিভাগের প্রথম মানবতার দেয়াল স্থাপনকারী সংগঠন ‘ইয়ূথ-স্টাফ, সিলেট’ এর উদ্দ্যোগে “শীতার্ত মানুষের পাশে আমরা” প্রজেক্টটি গতকাল শুক্রবার মধ্য রাত সম্পুর্ণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন অপু এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক : সারোয়ার হোসেন, ধারাবাহিক ভাবে বক্ত রাখেন সংগঠনের সকল নেতা-কর্মীরা।
সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ তানভীর হোসেন বলেন, এই বছর প্রজেক্টটি ছিল পুরোটাই ভিন্ন-নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ বাইকিংয়ের মাধ্যমে খুজে বের করি এমন কিছু সুবিধা বঞ্চিত মানুষদেরকে যারা প্রচণ্ড শীতে রাস্তায় শুয়ে কাঁপতে থাকে, তা আমরা খুব কাছ থেকে দেখেছি এবং তাদের কেই শীত বস্ত্র বিতরণ করি। এবং তিনি সমাজের বৃত্তবানের আহবান জানান-আপনাদের যার যতটুকুই সামর্থ্য হয় ততটুকু দিয়েই শীতার্তের পাশে দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন, ‘ইয়ূথ-স্টাফ, সিলেট’ সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি : মোঃ তানভীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি : শেখ রুবেল আহমেদ জিসান, সহ-সভাপতি : সাকিবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক : আজমল হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক : সৈয়দা পিংকি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক : মাহবুব কাদির শাওন, সাংগঠনিক সম্পাদক : তানভীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক : সৈয়দ আব্দুল হাছিব, সহ-সাংগঠনিক সম্পাদক : মো: মনসুরুল ইসলাম তুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক : আব্দুল মোতালিব নাসিম, অর্থ বিষয়ক সম্পাদক : সারোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মো: অপু আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক : ইব্রাহীম খলিল, শিক্ষা বিষয়ক সম্পাদক : রফিকুস সালেহিন তামিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক : মোহাম্মদ হাসান আহমেদ এবং বিশেষভাবে সহযোগিতা করেন সৈয়দ অলিদ, শপন, সোহাগ, পলাশ প্রমুখ।