ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ ৮ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • / ৫৪৩ টাইম ভিউ

তাইওয়ানে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাপ্রধান শেন ই-মিং এবং উর্ধ্বতন সেনাকর্মকর্তাসহ ৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী তাইপের কাছে পাহাড়ি এলাকায় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সেনাপ্রধানসহ অন্তত ৮ সেনাসদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিধ্বস্ত হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ ১৩ জন আরোহী ছিলেন। চীনা নববর্ষের আগে সৈন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সেনাপ্রধান শেন উত্তরপূর্বের ইলান কাউন্ট্রিতে যাচ্ছিলেন। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৫৪ মিনিটে দেশটির সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টারটি। এতে সেনাপ্রধান জেনারেল শেই ই মিংসহ সেনাবাহিনীর ১২ কর্মকর্তা ছিলেন। উড্ডয়নের ১৩ মিনিট পর ঘাঁটির কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এ দুর্ঘটনা ঘটে।

৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতদের মরদেহ পড়ে ছিল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে, তাইপেতে এক সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর প্রধান শিয়াং হু-কাই বলেন,‘দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে… দুর্ঘটনার কারণ আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটিতে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হেলিকপ্টারটির অবস্থাও ভালো ছিল না। এটি উড্ডয়নের জন্য ‘অনুপযুক্ত’ ছিল।’

সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।

পোস্ট শেয়ার করুন

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ ৮ কর্মকর্তা নিহত

আপডেটের সময় : ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

তাইওয়ানে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাপ্রধান শেন ই-মিং এবং উর্ধ্বতন সেনাকর্মকর্তাসহ ৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী তাইপের কাছে পাহাড়ি এলাকায় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সেনাপ্রধানসহ অন্তত ৮ সেনাসদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিধ্বস্ত হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ ১৩ জন আরোহী ছিলেন। চীনা নববর্ষের আগে সৈন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সেনাপ্রধান শেন উত্তরপূর্বের ইলান কাউন্ট্রিতে যাচ্ছিলেন। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৫৪ মিনিটে দেশটির সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টারটি। এতে সেনাপ্রধান জেনারেল শেই ই মিংসহ সেনাবাহিনীর ১২ কর্মকর্তা ছিলেন। উড্ডয়নের ১৩ মিনিট পর ঘাঁটির কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এ দুর্ঘটনা ঘটে।

৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতদের মরদেহ পড়ে ছিল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে, তাইপেতে এক সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর প্রধান শিয়াং হু-কাই বলেন,‘দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে… দুর্ঘটনার কারণ আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটিতে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হেলিকপ্টারটির অবস্থাও ভালো ছিল না। এটি উড্ডয়নের জন্য ‘অনুপযুক্ত’ ছিল।’

সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।