কুয়েত বিএনপি’র সদ্য সাবেক সাংগঠনিক মায়মুন এর মৃত্যতে কুয়েত বিএনপি’র শোক প্রস্তাব
- আপডেটের সময় : ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ৮২৫ টাইম ভিউ
কুয়েত থেকে: কুয়েত বিএনপি’র সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন (৬৩) কিডনি রোগে আক্রান্ত হয়ে কুয়েত আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল প্রায় ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত নবগঠিত কমিটির আহবায়ক মাষ্টার নুরুল ইসলাম ও সদস্য সচিব মো: শওকত আলী ।
আজ এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম হুমায়ুন কবির মায়মুন এর অকালে চলে যাওয়া শোকের এই সময়কে আরো দীর্ঘ করলো।
ছাত্রদলে থেকে গড়ে উঠা জাতীয়তাবাদী দলের নিবেদিত নেতা হিসেবে উনার সাহসী কর্মকান্ডের বিষয়টি কুয়েতে জাতীয়বাদী দলের নেতা-কর্মীরা কোনদিন ভুলবে না এই নেতার স্হান পূর্ন হবার নয় ।
তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে পরিবারবর্গ, আত্নীয় স্বজন এবং গুন গ্রাহীরা শোকাবিভুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।
মরহুম হুমায়ুন কবির মায়মুন এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ ও আত্নীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।