মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি
- আপডেটের সময় : ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ৬৪৩ টাইম ভিউ
মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ও পৌরসভার সহায়তায় শহরের সব ধরনের অপ্রয়োজনীয় পোষ্টার, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ফেস্টুন উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী তার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।অভিযানে কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ফোর্স ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইউএনও বলেন, কুলাউড়া পৌর শহর পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্য্য বর্ধ্বনের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত এরকম অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড থাকবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।আমরা কুলাউড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।