জটিল রোগে আক্রান্ত নাজমুল হোসেন অপুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করছে দেশদিগন্ত পরিবার
- আপডেটের সময় : ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
- / ১০৬২ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের মোঃ চেরাগ আলীর ছেলে মোঃ নাজমুল হোসেন অপু জটিল রোগে আক্রান্ত হলে দেশদিগন্ত অনলাইনে অপুর চিকিৎসার জন্য অর্থিক সাহায়্যের আবেদন জানিয়ে নিউজ প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগনের দৃষ্টি আর্কষন করা হয়, এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও দানশীল ব্যাক্তিগন হাজার হাজার টাকা দিয়ে এগিয়ে আসলেও কেউ কেউ আবার খবরও রাখছেন না তার।
আজ ১০ জুলাই দুপুরে নাজমুল হক অপু ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে টাকার অভাবে বাড়ীতে ফিরে আসলে অনলাইন নিউজ পোর্টাল দেশদিগন্তর পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দেশদিগন্তের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপুর ছোট ভাই শেখ এমদাদুর রহমান ও দেশদিগন্তের বার্তা সম্পাদক, ছয়ফুল আলম সাইফুল, বিশিষ্ট সমাজসেবক হাজী মফজ্জিল হোসেন কুতুব, সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী, মুক্তা মিয়া, ছাত্রনেতা আব্দুর রহমান বাবু প্রমুখ।
জটিল রোগে আক্রান্ত নাজমুল হক অপুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান যে যেভাবে, যাহা পারেন নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য বিনীত ভাবে আহবান করা হয়েছে।তাছাড়া ইতিপূর্বে তাহাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা বা সাহায্য প্রদান করার কথা বলেছিলেন জরুরী ভিত্তিতে তাহার বাড়ীতে এসে অথবা যোগাযোগ করে প্রদান করার জন্য অনুরুধ করা হয়েছে।