কুলাউড়া শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
- আপডেটের সময় : ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ১৪৩৩ টাইম ভিউ
নাজমুল বারী সোহেল ঃঃ জাতীয় শ্রমিকলীগ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ জুন) কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ কুলাউড়া উপজেলা শাখার আহŸায়ক আতাউর রহমান চৌধুরী ছোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আহবাব হোসেন রাসেলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব জাকারিয়া আহমদ, সহ সভাপতি তাজুল ওয়াহিদ, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য শফিউল আলম শফি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাহমুদ হাসান রানা, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদির সাজু, কুলাউড়া পৌর শ্রমিকলীগের আহŸায়ক রাজুম আলী রাজু, সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার আলম, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক হুমায়ুন কবির পাটোয়ারী, আব্দুর রহিম, শফি চৌধুরী পলিট, সোহেল আহমদ, সৈয়দ কামাল, সত্য নাইড়–, ময়নুল ইসলাম মামুন, আরাফাত হোসেন ফরহাদ, নাদির আহমদ, উপজেলা যুব শ্রমিকলীগের সদস্য সচিব আল মামুন জয়।
এছাড়াও অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জসিম আহমদ, শাহীন আহমদ, মুজিব আহমদসহ কুলাউড়া পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জননেত্রী ও প্রধানমন্ত্রীর স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ইফতারপূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা ও নেত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া করা হয়।