সিলেটে থানার মধ্যেই সাব-ইন্সপেক্টরের আত্মহত্যা!
- আপডেটের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ৫৮৯ টাইম ভিউ
সিলেটের গোয়াইনঘাট থানায় পুলিশ কোয়ার্টারের (থানা এরিয়া) মধ্যে ‘আত্মহত্যা’ করেছেন সুদীপ বড়ুয়া (৪৫) নামের এক সাব-ইন্সপেক্টর (এসআই)। রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সুদীপ বড়ুয়ার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইচড়ির প্রয়াত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে। প্রায় ২৮ বছর ধরে পুলিশে চাকরি করছেন তিনি।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, বেলা প্রায় দুইটা পর্যন্ত ডিউটি করে থানা এলাকাতেই নিজের কক্ষে যান সুদীপ। এর কিছু সময় পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আমরা তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখবো।
এদিকে, সুদীপ বড়ুয়ার মেডিকেল পড়ুয়া মেয়ে শতাব্দী তার বাবার আত্মহত্যা নিয়ে বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘বাবা প্রায়ই ফোন করে বলতেন, গোয়াইনঘাট থানার ওসি দুর্ব্যবহার করেন। দিনরাত চাপের মধ্যে রাখেন। সর্বশেষ গতকালও (শনিবার) বাবার সাথে কথা হয়েছে, তিনি তখনও বলেছেন, এ থানায় তিনি আর থাকতে চান না।’
সুদীপ বড়ুয়ার মেয়ের এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত পুলিশ মাহবুব আলম বলেন, ‘সুদীপের মেয়ে যে বক্তব্য দিয়েছেন, তা তার একান্ত। তবে সুদীপের আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’