লিজেন্ডস্ অব কুলাউড়ার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেটের সময় : ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ১০৫২ টাইম ভিউ
স্টাফ রিপোর্টার: লিজেন্ডস্ অব কুলাউড়ার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৭ এপ্রিল শনিবার কুলাউড়া গাজীপুর চা বাগানের একটি ছাউনীতে এক আনন্দ, উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আরমার হোসেনের সভাপত্বিতে ও আবু বকর দুলালের পরিচালনায় আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল করিম বাচ্চু ও তুষার দে। সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক ও ডেইলি বাংলাদেশের কুলাউড়া প্রতিনিধি রেদওয়ান হোসাইন, সহ-প্রচার সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, অর্থ সম্পাদক প্রিতম দে, সিনিয়র সদস্য সাব্বির আফসার, হাসানুর রহমান নবীন, সদস্য সুহেল আহমদ, ফজলে রাব্বি রুহেল, আল-মাসুদ, মনোয়ার আলম, ফরহাদ মাহমুদ, মো. কামরুল ইসলাম ও সজিব আরাফাত প্রমূখ।
পরিশেষে লিজেন্ডস্ অব কুলাউড়ার নেতৃবৃন্দের কেক কাঁটার মধ্য দিয়ে সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয়।#