ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাসের শিশুকে নিয়ে গেল চোর
- আপডেটের সময় : ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / ১২৯৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আবদুল্লাহ নামে আড়াই মাস বয়সী এক শিশুসন্তানকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।রবিবার রাত ৩টার দিকে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু আবদুল্লাহ একই এলাকার সালেহ আহম্মদ হাওলাদারের ছেলে।
জানা জানায়, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের বাসিন্দা দলিললেখক সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলেসন্তান আবদুল্লাহকে রাতের আঁধারে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।
সোহাগের স্ত্রী রেশমা বেগম বলেন, ওষুধ খাওয়ানোর পর আবদুল্লাহকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে আমরা ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কীভাবে শিশুকে নিয়ে গেছে টের পাইনি আমি। মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।