ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

হাজীপুরের মেয়ে প্রমি ও হিমি আমিরাতে কৃতিত্বের সাক্ষর রেখেছে

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৩৬৭ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজীপুর ইউনিয়নের আমিরাত প্রবাসি মোহাম্মদ মুক্তার মিয়ার মেয়ে রাহমা মুক্তার প্রমি ও রাহিমা মুক্তার হিমি । মিনির্ষ্টি অব এডুকেশন ফুজায়রা জোনে স্পেলিং বী প্রতিযোগিতায় তৃতীয় স্হান অর্জন করেছে । মাসাফি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সে প্রতিযোগিতায় অংশগ্রহন করে , ফজিরা প্রদেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে স্পেলিং বি প্রতিযোগিতায় অনুষ্টিত হয় । এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠা প্রমি ও হিমি সুখ্যাতি,সুনাম অর্জন করেছেন যা কিনা বাংলাদেশ কে প্রবাসে মাটিতে আরেক ধাপ এগিয়ে দিলো মৌলভীবাজারের এই দুই বোন । বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের পিছনে ফেলে দুই বোন একেকজন একেক বিষয়ে এ স্হান দখল করে নেয়। আরব আমিরাতের মাছাপি আল ফুজাইরা সাংস্কৃতিক যুব ও সামাজিক মন্ত্রালয় ও শিক্ষা মন্ত্রালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরনি অনুষ্টান হয়। সেখানে প্রতিযোগিতার ভালো ফলাফলের জন্য এওয়ার্ড প্রদান করা হয় । প্রমি, হিমি সহ বাংলাদেশী শিক্ষার্থীদের ভূয়সী প্রসংসা করেন স্কুল আয়োজক কমিটি আগত বিভিন্ন মন্ত্রালয় থেকে আগত আরবী অতিথীবৃন্দ। স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষা আয়শা রাশেদ মাছাপি আল ফুজাইরাহ এডোকেসন জোন । দেশ ও প্রবাসে সকলের দোয়া কামনা করেন প্রমি ও হিমির বাবা মোহাম্মদ মুক্তার মিয়া ও মাতা উম্মেআছেমা রোজী। ওদের বাবা মুক্তার মিয়া বলে নামি দামী শিক্ষা প্রতিষ্টান থেকে আমি সার্টিফিকেট কিনে নয়. উনি সবার কাছে দোয়া ছেয়েছেন যেনো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি , ওরা লেখা- পড়া করে যেনো মানুষের সেবা করতে পারে । তিনি বলেন এ গর্ব শুধু আমাদের না,বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের সাফল্য

পোস্ট শেয়ার করুন

হাজীপুরের মেয়ে প্রমি ও হিমি আমিরাতে কৃতিত্বের সাক্ষর রেখেছে

আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজীপুর ইউনিয়নের আমিরাত প্রবাসি মোহাম্মদ মুক্তার মিয়ার মেয়ে রাহমা মুক্তার প্রমি ও রাহিমা মুক্তার হিমি । মিনির্ষ্টি অব এডুকেশন ফুজায়রা জোনে স্পেলিং বী প্রতিযোগিতায় তৃতীয় স্হান অর্জন করেছে । মাসাফি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সে প্রতিযোগিতায় অংশগ্রহন করে , ফজিরা প্রদেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে স্পেলিং বি প্রতিযোগিতায় অনুষ্টিত হয় । এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠা প্রমি ও হিমি সুখ্যাতি,সুনাম অর্জন করেছেন যা কিনা বাংলাদেশ কে প্রবাসে মাটিতে আরেক ধাপ এগিয়ে দিলো মৌলভীবাজারের এই দুই বোন । বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের পিছনে ফেলে দুই বোন একেকজন একেক বিষয়ে এ স্হান দখল করে নেয়। আরব আমিরাতের মাছাপি আল ফুজাইরা সাংস্কৃতিক যুব ও সামাজিক মন্ত্রালয় ও শিক্ষা মন্ত্রালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরনি অনুষ্টান হয়। সেখানে প্রতিযোগিতার ভালো ফলাফলের জন্য এওয়ার্ড প্রদান করা হয় । প্রমি, হিমি সহ বাংলাদেশী শিক্ষার্থীদের ভূয়সী প্রসংসা করেন স্কুল আয়োজক কমিটি আগত বিভিন্ন মন্ত্রালয় থেকে আগত আরবী অতিথীবৃন্দ। স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষা আয়শা রাশেদ মাছাপি আল ফুজাইরাহ এডোকেসন জোন । দেশ ও প্রবাসে সকলের দোয়া কামনা করেন প্রমি ও হিমির বাবা মোহাম্মদ মুক্তার মিয়া ও মাতা উম্মেআছেমা রোজী। ওদের বাবা মুক্তার মিয়া বলে নামি দামী শিক্ষা প্রতিষ্টান থেকে আমি সার্টিফিকেট কিনে নয়. উনি সবার কাছে দোয়া ছেয়েছেন যেনো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি , ওরা লেখা- পড়া করে যেনো মানুষের সেবা করতে পারে । তিনি বলেন এ গর্ব শুধু আমাদের না,বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের সাফল্য