বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল ছবি ছড়ানোর দায়ে সিলেটে আটক ১

- আপডেটের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ১১০৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইডিটকৃত কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি পোষ্ট করায় সিলেট নগরী লিচু বাগান এলাকা থেকে ১ জনকে আটক করে র্যাব-৯।
শনিবার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আবুল কালাম (৫২) নোয়াখালী জেলার চাটখিল থানার মৃত আমিন উল্লাহর ছেলে। বর্তমানে সে রাহাত বেকারী, লিচু বাগান এলাকার বাসিন্দা
উল্লেখ্য, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি ফেইসবুকে শেয়ার ও মন্ত্যব্য করে। আটককৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহনসহ তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যঅব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।