কুলাউড়া বালিকা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাফাত উদ্দিনের ইন্তেকাল
- আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- / ১২৩৭ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শাফাত উদ্দিন আহমদ শনিবার সন্ধ্যা ৬ টায় কুলাউড়া শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না——-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শাফাত উদ্দিন আহমদ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিতরোগে অসুস্থ হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। মরহুমের ১ম জানাযার নামাজ রোববার বেলা ২টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা ৩টায় তার নিজ গ্রাম ঘাগটিয়ায় ২য় জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিকসুত্রে জানা গেছে। প্রবীন শিক্ষক শাফাত উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক বিবৃতি প্রদান করেছেন নব-নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, মৌলভীবাজার জেলা বিএনপি সহ-সভাপতি এডঃ আবেদ রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সম্পাদক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সাবেক সভাপতি প্রবীন শিক্ষক মোঃ খুরশীদ উল্লাহ, কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক এসোশিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।