মালয়েশিয়া দূতাবাসের তথ্যসেবা চালু

- আপডেটের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১২৪৬ টাইম ভিউ
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে সেবা বৃদ্ধির লক্ষ্যে আমপাং নতুন অফিসে নিচ তলায় তথ্যসেবা চালু করা হয়েছে। বুধবার সকালে এ তথ্যসেবা চালু করেন রাষ্ট্রদূত মুহা. শহিদুল ইসলাম।
এই তথ্যসেবার মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যাগুলো দ্রুতই সমাধান করতে পারবে। রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সেবাদানে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাতে কোনো প্রবাসী দূতাবাসে এসে হয়রানির শিকার না হয় এবং দ্রুতই তাদের কাজ সম্পন্ন করতে পারে। পরে তিনি তথ্যসেবার বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের উইং প্রদান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান, পাসপোর্ট অধিদফতরের ঢাকা বিভাগের প্রধান কর্নেল শফিউল আলম।