সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন: মনজুর সভাপতি, জাকারিয়া সম্পাদক ও ফরহাদ সাংগাঠনিক নির্বাচিত
- আপডেটের সময় : ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
- / ১৮১৬ টাইম ভিউ
মালদ্বীপে কর্মরত বৃহত্তর সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপের ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মালদ্বীপের রাজধানী মালে’র অভিজাত একটি রেষ্টুরেন্টে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এ উপলক্ষে আহবায়ক কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আহবায়ক মনজুর রহমান আহবায়ক কমিটির ৪৫ দিনের মেয়াদ শেষ হওয়ায় কারনে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরবর্তীতে সদস্য সচিব জাকারিয়া পারভেজ পুর্নাঙ্গ নতুন কমিটি কমিটি ঘোষণা করেন। এসময় সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাশহুদুল ইসলাম, আহবায়ক সদস্য রইছ আহমদ, ওয়াদুদ শাকিলসহ উপস্থিত অন্যান্য সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপের আগামী ০১ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি পদে মনজুর রহমান (কুলাউড়া থানা),সাধারন সম্পাদক পদে এম জাকারিয়া আহমদ পারভেজ (গোয়াইনঘাট থানা) ও সাংগাঠনিক সম্পাদক পদে ফরহাদ শিকদার (বালাগঞ্জ থানা)কে নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মাশহুদুল ইসলাম মাসুদ (কুলাউড়া থানা), সহ-সভাপতি তৌহিদ আহমদ চৌধুরী (বানিয়াচং থানা), সহ-সাধারন সম্পাদক রায়হান মাহমুদ (শ্রীমঙ্গল থানা) সহ-সাধারন সম্পাদক আহমেদ শামীম (কানাইঘাট থানা), সহ-সাংগাঠনিক সম্পাদক ইফতেখার আহমদ খাঁন (চুনারুঘাট), সহ-সাংগাঠনিক সম্পাদক বকুল আহমদ (গোয়াইনঘাট থানা), দপ্তর সম্পাদক শরীফ আহমদ (গোয়াইনঘাট থানা), সহ-দপ্তর সম্পাদক সুব্রত কুমার দাশ (নবীগঞ্জ থানা), কোষাধ্যক্ষ কাজী রইছ আহমদ (গোয়াইনঘাট থানা), সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন (রাজনগর থানা), প্রচার সম্পাদক ওয়াদুদ আহমেদ শাকিল (গোয়াইনঘাট থানা), সহ-প্রচার সম্পাদক সাইদুল হক (লাখাই থানা), ক্রীড়া সম্পাদক মুসলিম আহমদ অভি (গোয়াইনঘাট থানা), সহ-ক্রীড়া সম্পাদক পলাশ আহমেদ (জুড়ী থানা), সাংস্কৃতিক সম্পাদক রিপন সুত্রধর (বানিয়াচং থানা), সহ-সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ (গোলাপগঞ্জ থানা),
আন্তর্জাতিক সম্পাদক রুহুল আমিন (ছাতক থানা), সহ-আন্তর্জাতিক সম্পাদক সুমন আহমদ (বিয়ানীবাজার থানা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম (বড়লেখা), সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোমিন জাবেদ(ফেঞ্চুগঞ্জ), প্রবাসী কল্যন সম্পাদক মোবাশ্বীর আলী মামুন (বিশ্বনাথ থানা), সহ-প্রবাসী কল্যান সম্পাদক রিজভী তালুকদার (বাহুবল থানা), তথ্য প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল খাঁন (শ্রীমঙ্গল থানা), সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক জাহিদ আহমদ (দোয়ারাবাজার থানা), শিক্ষা বিষয়ক সম্পাদক তালুকদার কামরুল ইসলাম (কুলাউড়া থানা), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ (কোম্পানীগঞ্জ থানা),
যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদে (জৈন্তাপুর থানা), সহ- যুব বিষয়ক সম্পাদক আব্দুল খালিদ মিয়া (জগন্নাথপুর থানা), কর্মসংস্হান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল (কমলগঞ্জ থানা), সহ-কর্মসংস্হান সম্পাদক হাসান কিবরিয়া (দক্ষিন সুরমা থানা), ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী শহীদুল ইসলাম (বিয়ানীবাজার), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সামাদ আহমেদ (রাজনগর থানা), আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (হবিগঞ্জ সদর থানা), সহ-আইন বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ (কুলাউড়া থানা), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম (মৌলভীবাজার সদর থানা), সহ-দুর্যোগ ও ত্রাণ সম্পাদক খায়রুজ্জামান (মোগলাবাজার থানা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম (কুলাউড়া থানা), সহ-বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ সুজন (বানিয়াচং থানা), সড়ক,পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম (কুলাউড়া থানা), শিশু কল্যান বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ (ছাতক),
কার্য্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন শুকুর আলী (কুলাউড়া থানা), জাকারিয়া আহমেদ (জৈন্তাপুর থানা), আব্দুল মালেক (বিয়ানীবাজার থানা), জুনাইদ আহমদ (কানাইঘাট থানা), আমির হোসেন (বানিয়াচং থানা), আলী আসকর (জৈন্তাপুর থানা), জাহাঙ্গীর আলম খাঁন (বানিয়াচং থানা), সুরুজ মিয়া (গোয়াইনঘাট থানা), ধীরেন্দ্র নাথ (গোয়াইনঘাট থানা), মোশাহীদ আলী (ছাতক থানা), সোহেল রানা (গোয়াইনঘাট থানা), আনোয়ার হোসেন (ছাতক থানা), তোফায়েল আহমেদ (কমলগঞ্জ থানা), সুয়েবুর রহমান (ছাতক থানা), সঞ্জিত সুত্রধর (বানিয়াচং থানা), আমিনুল ইসলাম (হবিগঞ্জ সদর), নাজিম উদ্দিন (ছাতক থানা), নাসির আহমদ (মোগলাবাজার থানা), পরিমল সূত্রধর (লাখাই থানা), সমীরন পাল (গোলাপগঞ্জ থানা), খায়রুল ইসলাম (গোয়াইনঘাট থানা), দেলোয়ার হোসেন (কমলগঞ্জ থানা), মহাদেব পাল (রাজনগর থানা), মান্নান মিয়া (ছাতক থানা), সোহেল আহমদ (জুড়ী থানা), মুজিবুর রহমান (ফেঞ্চুগঞ্জ থানা), আহমদ আলী (বিয়ানীবাজার থানা), শাহজাহান আহমদ (বাহুবল থানা)।#