কমলগঞ্জে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
- আপডেটের সময় : ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / ১২৩৮ টাইম ভিউ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে পরিবার সদস্যদের শান্তনা জানাতে পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাড়িতে ছুটে আসেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
তিনি রোববার বিকাল সাড়ে ৪ টায় পশ্চিম কুমড়াকাপন গ্রামে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের বাড়িতে এসে তার পরিবার সদস্যদের সাথে দেখা করে তাদের শান্তনা জানান। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে তিনি গভীর শোকপ্রকাশ করে শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের অবদান দেশবাসী কোনদিন ভূলবে না। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন বীরসেনানীকে হারালো। মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কোনদিন পূরণ হওয়ার নয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের পশ্চিম কুমড়াকাপন গ্রামের বাসিন্দা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল গত ২৫ নভেম্বর রাত ১ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। শনিবার দুপুর পৌনে ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।