৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি নবাবগঞ্জ উপজেলা

- আপডেটের সময় : ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
- / ১৯২০ টাইম ভিউ
বিএনপি নবাবগঞ্জ উপজেলা কুয়েত শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় করা হয় কুয়েত সিটির হোটেল রাজধানী হল রুমে গতকাল রাত ৮:৩০ মিনিটে । আব্দুর রাজ্জাক রাজা’র সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি ফেরদাউস খানের পরিচালনায় । প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব সোয়েব আহমেদ,বিশেষ অতিথি’র আসন অলংকৃত করেন উপদেষ্টাদয় জায়েদুর রহমান জায়েদ, সাধারন সম্পাদক ইলিয়াছ খান,আবু সাঈদ খন্দকার, সহিদুল ইসলাম, রেজু বেপারী ও আব্দুস সোবান, সহসভাপতি শেখ গিয়াস উদ্দীন, আব্দুর রহমান টুলু, শরিফ মেম্বার, জাহিদ হোসেন, গিয়াস উদ্দীন প্রমুখ। পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাজল। সহসভাপতি লিয়াকত হোসেন খান। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন -সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিক বয়াতী। বক্তারা বলেন ৭ ই নভেম্বর না হলে গণতন্ত্র . বাক স্বাধীনতা পূণউর্দ্দার হতো না, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হতো । এখন আবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমখির মুখে ,গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ,বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ,দেশে খুন ও গুমের রাজত্ব কায়েম করছে সরকার । তাই ৭ ই নভেম্বরের প্রতিজ্ঞা নিয়ে আবারো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র কে পূর্ণজীবিত করতে হবে । স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষার শপত নিতে হবে ।