ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
- আপডেটের সময় : ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
- / ১২৮৩ টাইম ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত কেন্দ্রীয় কমিটি আয়োজিত ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় । কুয়েত বিএনপি’র সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন ও ফাইজুর রহমান সুমনের যৌথ সঞ্চালনায় সভায় মন্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ সভাপতি সোয়েভ আহাম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ সভাপতি আল আমিন চৌধুরী স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ সভাপতি নাছের মোরতাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ সভাপতি মাঈন উদ্দিন মঈন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুন, বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ সাংগঠনিক সম্পাদক শাহাজাহান সবুজ , জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সহ প্রচার সম্পাদক আব্দুল কাদের, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলম, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত মহানগর শাখার সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত আহমদী প্রদেশ শাখার সহ সভাপতি জসীম উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনসারী মিয়া, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত মোবারক আল কাবীর শাখার সাধারণ সম্পাদক কোরবান আলী, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত আহমদি প্রদেশ শাখার সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াজি, জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত সোলাইবিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বিশ্লেষণ কয়েক ঘন্টা চলে সময় লাগবে । তারা বলেন ১৯৭১ সালে ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষ মধ্যে দিয়ে দিশেহারা জাতিকে সঠিক পথ দেখিয়ে ছিল ঠিক ৭৫ এ রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদ মোশারফ সামরিক আইন জারি করে দেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করছিল তখনও আবার দিশেহারা জাতির সামনে আসেন জিয়াউর রহমান । তৎকালীন সিপাহী জনতার সম্মিলিত প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে সঠিক পথ দেখান ।