মসুল বিজয়, ইরাককে ইরানের অভিনন্দন
- আপডেটের সময় : ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ১৩৯২ টাইম ভিউ
ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জঙ্গিদের উৎখাত করে মসুলে বিজয় ঘোষণা করায় ইরাককে অভিনন্দন জানালো ইরান।এছাড়াও তেহরান যুদ্ধবিধ্বস্ত এ দেশের পুনর্গঠনে বাগদাদকে সহায়তা করারও প্রস্তাব দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ রোববার রাতে টুইটারে এক বার্তায় বলেন, মসুল জঙ্গি মুক্ত করায় ইরাকের সাহসী জনগণ ও সরকারকে অভিনন্দন। তিনি আরো বলেন, ইরাকের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে তাদের পক্ষে সবকিছু অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি রোববার মসুলে নগরটি আইএসের কাছ থেকে দখলমুক্ত করার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।তিন বছর আগে ইসলামিক স্টেট গ্রুপ এ নগরীতে নিজস্বভাবে তাদের খেলাফত ঘোষণা করে।জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের এ যাবতকালের সবচেয়ে বড় এ বিজয়ে ইরানের অন্যান্য কর্মকর্তাও তাৎক্ষণিকভাবে তাদের এ জয়কে স্বাগত জানায়।
তারা বলেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের দেশ থেকে উৎখাতে এটি তাদের বড় অর্জন।