আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ
- আপডেটের সময় : ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ২৭২ টাইম ভিউ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলী উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা,যুগ্ন সম্পাদক এমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক জামাল ফকির,প্রচার সম্পাদক রেজাউল বাসেত,কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা,শ্রম সম্পাদক শফিউল আলম সফি,বানিজ্য বিষয়ক সম্পাদক ডালিম খান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাজেল আহমেদ,সহ আইন সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল,যুবলীগ নেতা তানভীর জনি,ফাহাদ,জাবেদ,কাওসার ও পর্তুগাল ছাত্রলীগের সহ সভাপতি নোমান হোসাইন সহ প্রমুখ।
সভায় বক্তারা বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও আদর্শের কথা গভীরভাবে স্মরণ করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, আর তাঁরই কন্যার নেতৃত্ববে আমরা পাচ্ছি উন্নয়ন ও অগ্রগতি।
আলোচনায় পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম শেখ হাসিনা সরকারের ভিশন ২০৪১-এর গুরুত্ব তুলে ধরেন।
পর্তুগাল আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম ও তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন