ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

রিডানডেন্ট ক্লোথিং আর মজুর মামার ‘বিশ্বকাপ’

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • / ২৭৫ টাইম ভিউ

রিডানডেন্ট ক্লোথিং আর মজুব মামার ‘বিশ্বকাপ’….!

রিডানডেন্ট (Redundant) ইংরেজি শব্দ যার অর্থ কোন কিছু প্রয়োজনের অতিরিক্ত। রিডানডেন্ট ক্লোথিং (Redundant Clothing) হলো প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করা যা পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতির বা আবহাওয়ার সাথে মোটেই মানানসই নয়।

যেমন ধরুন কাঠফাটা রোদে তীব্র গরম চারপাশ, সবাই ঘেমে টেমে অস্থির অথচ দেখা গেলো একটি লোক চার পাঁচটা শক্ত মোটা গরম কাপড় পরে সময় উদ্ভ্রান্তের মতো রাস্তার ফুটপাত ধরে ঘুরোঘুরি করছে। গরম ঠান্ডা তার কোন খেয়াল নেই।

হয়তো রাস্তার পাশে বসে সিগারেট ফুঁকছে বা ময়লা খাবার কুড়োচ্ছে। কিংবা কোন বুজুর্গু আলেমের কবরের পাশে অথবা কোন পুরোতন বটগাছের গোড়ায় বা মগডালে বসে একা একা কথা বলছে বা সিগারেট গাঞ্জা ফুঁকছে।

চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতা থাকা অপরিচ্ছন্ন, উদ্ভ্রান্ত, গাঁজা সিগারেট ফুঁকা এসব লোকদের বলেন ‘মুজুপ’ নামে ডাকেন।

‘মুজুপ’ শব্দটি আরবি “মজুব” থেকে এসছে৷ যার অর্থ ঐশী প্রেমে বেহুঁশ। অর্থাৎ কেউ কারো প্রেমে কেউ এমন ভাবে দেওয়ানা যে আশপাশের প্রতি সে বেখবর।

সারাদিন রাত, কবর বা রাস্তার পাশে উদ্ভ্রান্ত হয়ে গাঁজা বা সিগারেট সেবন কারী নোংরা কাপড় ছালা আর বস্তা পরে ন্যাংটা বা অর্ধ ন্যাংটা হয়ে ‘বিশ্বকাপ’ বের করে হাটাহাটি করা এসব ঘোরতর মানসিক রোগী কে মজুব বা মজুপ মামা চাচা বলে চালিয়ে দেবার কোন যৌক্তিকতা নেই। মজুব মামার সদাশয় মুরীদ ‘ভাগ্নাদের’ উচিত হবে ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করা।

যাহোক স্নায়ু ও মনোরোগ চিকিৎসা বৈজ্ঞানিক বা নিউরোসাইকিয়াট্রিস্টদের পরিভাষায় এরকম নোংরা কয়েক পরতের কাপড় পরে ভাবলেশহীন ঘোরাঘুরি করা উপসর্গের নাম হলো রিডানডেন্ট ক্লথিং বা রিডানডেন্ট ক্লোথিং সিনড্রম (Redundant Clothing Syndrome) । এটি ঘোরতর স্নায়ু ও মানসিক রোগ স্কিজোফ্রেনিয়া’র (Schizophrenia) একটি গুরুত্বপূর্ণ লক্ষন।

কেনো ও কিভাবে এতো তীব্র গরমে একজন মানুষ এভাবে নির্বিকার চলতে ফিরতে পারে তা নিউরোসাইকিয়াট্রিস্টদের কাছে আজো রহস্যময়।! রোগীটির কি গরম বোধ নেই? তার কি গরম লাগছেনা? যেখানে সবাই ঘেমেটেমে যেখানে সে অস্থির, ভাবলেশহীন। কিভাবে সম্ভব হয় এটি?

আমাদের ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ কারী সেন্টার হলো হাইপোথ্যালামাস (Hypothalamus) । অনেক নিউরোসাইনটিস্ট এর মতে সিজোফ্রেনিয়া রোগীর হাইপোথ্যালামাস কিংবা থাইরয়েড গ্রন্থি কিংবা কগনিটিভ ( Cognitive) ফাংশন ইমপেয়ারমেন্ট এর জন্যে এমনটি হয়ে থাকে।

ব্রেইনের বিভিন্ন অংশে নিউরোট্রান্সমিটার ডোপামিন (Dopamine) এর আধিক্য বা ঘাটতির জন্যে স্নায়ু ও মানসিক রোগ সিজোফ্রেনিয়া দেখা দেয় যা ডোপামিন রিসেপ্টর ব্লকার (DA Blocker) এন্টিসাইকোটিক (Antipsychotic) সেবনে ধীরে ধীরে সেরে যায়, বেশীর ভাগ রোগী সুস্থ হয়ে যান।

ডা. সাঈদ এনাম
এমবিবিএস (ডিএমসি) এমফিল (সাইকিয়াট্রি)
সহকারী অধ্যাপক ( সাইকিয়াট্রি)
সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল।
ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

পোস্ট শেয়ার করুন

রিডানডেন্ট ক্লোথিং আর মজুর মামার ‘বিশ্বকাপ’

আপডেটের সময় : ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

রিডানডেন্ট ক্লোথিং আর মজুব মামার ‘বিশ্বকাপ’….!

রিডানডেন্ট (Redundant) ইংরেজি শব্দ যার অর্থ কোন কিছু প্রয়োজনের অতিরিক্ত। রিডানডেন্ট ক্লোথিং (Redundant Clothing) হলো প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করা যা পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতির বা আবহাওয়ার সাথে মোটেই মানানসই নয়।

যেমন ধরুন কাঠফাটা রোদে তীব্র গরম চারপাশ, সবাই ঘেমে টেমে অস্থির অথচ দেখা গেলো একটি লোক চার পাঁচটা শক্ত মোটা গরম কাপড় পরে সময় উদ্ভ্রান্তের মতো রাস্তার ফুটপাত ধরে ঘুরোঘুরি করছে। গরম ঠান্ডা তার কোন খেয়াল নেই।

হয়তো রাস্তার পাশে বসে সিগারেট ফুঁকছে বা ময়লা খাবার কুড়োচ্ছে। কিংবা কোন বুজুর্গু আলেমের কবরের পাশে অথবা কোন পুরোতন বটগাছের গোড়ায় বা মগডালে বসে একা একা কথা বলছে বা সিগারেট গাঞ্জা ফুঁকছে।

চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতা থাকা অপরিচ্ছন্ন, উদ্ভ্রান্ত, গাঁজা সিগারেট ফুঁকা এসব লোকদের বলেন ‘মুজুপ’ নামে ডাকেন।

‘মুজুপ’ শব্দটি আরবি “মজুব” থেকে এসছে৷ যার অর্থ ঐশী প্রেমে বেহুঁশ। অর্থাৎ কেউ কারো প্রেমে কেউ এমন ভাবে দেওয়ানা যে আশপাশের প্রতি সে বেখবর।

সারাদিন রাত, কবর বা রাস্তার পাশে উদ্ভ্রান্ত হয়ে গাঁজা বা সিগারেট সেবন কারী নোংরা কাপড় ছালা আর বস্তা পরে ন্যাংটা বা অর্ধ ন্যাংটা হয়ে ‘বিশ্বকাপ’ বের করে হাটাহাটি করা এসব ঘোরতর মানসিক রোগী কে মজুব বা মজুপ মামা চাচা বলে চালিয়ে দেবার কোন যৌক্তিকতা নেই। মজুব মামার সদাশয় মুরীদ ‘ভাগ্নাদের’ উচিত হবে ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করা।

যাহোক স্নায়ু ও মনোরোগ চিকিৎসা বৈজ্ঞানিক বা নিউরোসাইকিয়াট্রিস্টদের পরিভাষায় এরকম নোংরা কয়েক পরতের কাপড় পরে ভাবলেশহীন ঘোরাঘুরি করা উপসর্গের নাম হলো রিডানডেন্ট ক্লথিং বা রিডানডেন্ট ক্লোথিং সিনড্রম (Redundant Clothing Syndrome) । এটি ঘোরতর স্নায়ু ও মানসিক রোগ স্কিজোফ্রেনিয়া’র (Schizophrenia) একটি গুরুত্বপূর্ণ লক্ষন।

কেনো ও কিভাবে এতো তীব্র গরমে একজন মানুষ এভাবে নির্বিকার চলতে ফিরতে পারে তা নিউরোসাইকিয়াট্রিস্টদের কাছে আজো রহস্যময়।! রোগীটির কি গরম বোধ নেই? তার কি গরম লাগছেনা? যেখানে সবাই ঘেমেটেমে যেখানে সে অস্থির, ভাবলেশহীন। কিভাবে সম্ভব হয় এটি?

আমাদের ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ কারী সেন্টার হলো হাইপোথ্যালামাস (Hypothalamus) । অনেক নিউরোসাইনটিস্ট এর মতে সিজোফ্রেনিয়া রোগীর হাইপোথ্যালামাস কিংবা থাইরয়েড গ্রন্থি কিংবা কগনিটিভ ( Cognitive) ফাংশন ইমপেয়ারমেন্ট এর জন্যে এমনটি হয়ে থাকে।

ব্রেইনের বিভিন্ন অংশে নিউরোট্রান্সমিটার ডোপামিন (Dopamine) এর আধিক্য বা ঘাটতির জন্যে স্নায়ু ও মানসিক রোগ সিজোফ্রেনিয়া দেখা দেয় যা ডোপামিন রিসেপ্টর ব্লকার (DA Blocker) এন্টিসাইকোটিক (Antipsychotic) সেবনে ধীরে ধীরে সেরে যায়, বেশীর ভাগ রোগী সুস্থ হয়ে যান।

ডা. সাঈদ এনাম
এমবিবিএস (ডিএমসি) এমফিল (সাইকিয়াট্রি)
সহকারী অধ্যাপক ( সাইকিয়াট্রি)
সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল।
ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।