কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন সলমান
- আপডেটের সময় : ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ২৭৬ টাইম ভিউ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।উল্লেখ্য তিনি জাসদ রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এবং গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন।
সোমবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
তিনি বলেন, পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার আমার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে, সোমবার রাতে পৌর শহরের বাদে মনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় নিজেই এ ঘোষণা দেন সফি আহমদ সলমান।
তিনি বলেন, উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি।
শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারে-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।