নিঃস্বার্থ ফাউন্ডেশনের রাজনগর উপজেলা শাখা গঠন | দেশ দিগন্ত
- আপডেটের সময় : ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ৩৩৩ টাইম ভিউ
নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ রাজনগর উপজেলা শাখা কমিটি গঠন হয়। আজ (৯ ডিসেম্বর ২২) শুক্রবার রাজনগর বানারই বাজারস্থ আরিফ আহমদ কাউসারের সভাপতিত্বে ও হাসান আহমদের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় শাখা কমিটি গঠন হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, প্রধান মেহমান বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিঃস্বার্থ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিপার খান, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সিনিয়র সদস্য ইবাদ আহমদ, কুলাউড়া শাখা সহ সাধারণ সম্পাদক শামছুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে আরিফ আহমদ কাউসারকে সভাপতি ও হাসান আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ।