চলন্ত অবস্থায় ঢাকাগামী জয়ন্তিকা হঠাৎ দুই ভাগ হয়ে গেল
- আপডেটের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ৩৩৯ টাইম ভিউ
চলন্ত অবস্থায় হঠাৎ দুই ভাগ হয়ে গেল ট্রেন!
চলতে চলতে হঠাৎ দুই ভাগ হয়ে গেল ট্রেন
আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আজ সোমবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ১৫টি বগি নিয়ে। কিন্তু মাঝপথে পৌঁছে ট্রেনের বগির জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। পথে হবিগঞ্জে মনতলা স্টেশনে বেলা ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে প্রথম অংশের চালক ট্রেনটি থামান।