যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সিলেটের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
- আপডেটের সময় : ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ৬৮৪ টাইম ভিউ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোরে এম এ মালেকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে- এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বিএনপি নেতা আব্দুল মালিক। এর আগেও তিনি একাধিক টকশো ও অনুষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটান। এতে ক্ষুব্ধ হয়ে সিলেট জেলা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে তার তেতলী গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ইটপাটকেল ছুড়ে। পরে বাড়ির একটি স্থানে অগ্নি সংযোগ করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে এ নিয়ে সোস্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় চলছে ।