কুলাউড়ায় বলাৎকারের শিকার এক স্কুল ছাত্র
- আপডেটের সময় : ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ৩৭৯ টাইম ভিউ
কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে মোবাইল কার্ড এনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রকে বলাৎকার করেছে এক বখাটে। এব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন। সে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আহমদ আলী নামক এক বখাটে ছেলেটিকে মিনিট কার্ড এনে দেয়ার জন্য ডেকে নিয়ে একটি একটি খালি ঘরের মধ্যে জোরপূর্বক বলাৎকার করে। ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ছেলেটির নানী জয়তুন বিবি বাদী হয়ে এব্যাপারে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভোক্তভোগীর নানী জয়তুন বিবি বলেন, ছেলেটির মা প্রবাসে থাকাতে ছেলেটি নানার বাড়ীতে বসবাস করে। এর সাথে এমন খারাপ কাজ করা হয়েছে। সে এলাকায় লজ্জায় মুখ দেখাতে পারেন না। চিকিৎসার জন্য মৌলভীবাজার থাকায় থানায় মামলা দিতে দেরি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রকিব মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। তিনি আরও বলেন সাক্ষী হওয়াতে অভিযুক্ত আহমদ আলী নানাভাবে হুমকি দিচ্ছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, অভিযোগের বিষয়ে ০৭ সেপ্টেম্বর বিকেলে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৭)। আসামীকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। #