৩ অক্টোবর বাফুফে’র নির্বাচন
- আপডেটের সময় : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ৬৭২ টাইম ভিউ
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত এসেছে।
সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের কার্যনির্বাহী কমিটি ৩ অক্টোবর সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে। এর চূড়ান্ত অনুমোদন হবে ফিফা, এএফসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের পর।’
কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। এর আগেই অবশ্য নির্বাচনের তারিখ নির্ধারণ ছিল। কিন্ত ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়।
নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দেয় ফিফা। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশনাও দেওয়া ছিল ফিফার পক্ষ থেকে।#