পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল চৌধুরী
- আপডেটের সময় : ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ৩৪৮ টাইম ভিউ
তিনি বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা।
তিনি বলেন, কোরবানীর যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যানে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।
তিনি বলেন দেশে এক ভয়ংকর নৈরাজ্য চলছে।দেশের জনগন আজ গভীরভাবে উদ্বিগ্ন। ভয়াল অন্ধকার উৎসবের আনন্দকে ম্লান করে দেয়। দেশের বর্তমান অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভারে উপভোগ করা সম্ভব হবে না।
বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করছি। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক।
বদরুল আলম চৌধুরী শিবলু
সভাপতি – ক্যালিফোর্নিয়া বিএনপি