শফিউল বারী বাবুর মৃত্যুতে কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলীর শোক
- আপডেটের সময় : ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ৩৭৮ টাইম ভিউ
জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কুয়েত বিএনপির বিএনপির সদস্য সচিব আলহাজ্জ আহমেদ আলী মুকিব ।
এক শোক বার্তায় তিনি বলেন, শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমি ও আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। বাবু একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন,দলের সকল সংকট কালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে জাতীয় পর্যায়ের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তার এই অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। শফিউল বারী বাবুর মৃত্যুতে দল একজন সাহসী নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরন হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্বরণে রাখবে।
তিনি শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য -জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ফুসফুসের জটিলতায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।