ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস

- আপডেটের সময় : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ৪৫৬ টাইম ভিউ
আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা। এদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস।
মো. আব্দুর রহমান বলেন, আগামী ২ থেকে ৩ দিন মোটামুটি কমে যাবে বর্ষণ। আগামী ২৬ ও ২৭ জুলাই বৃষ্টি নেই। ২৮, ২৯ ও ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আবার কমবে। ১ আগস্ট বা ঈদের দিন আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুরসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ দিন সারাদেশেই বৃষ্টি হওয়ার শঙ্কা তেমন একটা নেই। তবে কোথাও কোথাও থেমে থেমে বর্ষণ হতে পারে শনিবার রাতে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
মৌসুমি বায়ুর অপেক্ষাকৃত দুর্বল অবস্থানের কারণে দেশে বৃষ্টিপাত কমেছে। মাঝে পাঁচদিন বৃষ্টিপাত বেড়েছিল। বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়বে। যা অব্যাহত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। এরপর আবার কমবে।#