ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

একেই বলে ভাগ্য! রাতারাতি মিলিয়নিয়ার যে কৃষক

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / ৪৭০ টাইম ভিউ

একেই বলে ভাগ্য! ভারতের মধ্যপ্রদেশের এক দরিদ্র কৃষক আনন্দিলাল কুশওয়াহা (৩৪) রাতারাতি এখন মিলিয়নিয়ার। কিভাবে জানেন! তিনি সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন এক টুকরো জমি। সেখানেই তিনি খুঁজে পেয়েছেন ১০.৬৯ ক্যারেটের একটি ডায়মন্ড বা হীরা। আর সঙ্গে সঙ্গে তিনি মিলিয়নিয়ার। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। মধ্য প্রদেশের পান্না জেলায় তার বাড়ি। মঙ্গলবার তিনি এই হীরা পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যমণি হয়ে উঠেছেন আনন্দিলাল কুশওয়াহা। সবাই তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিচ্ছেন।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত ভাল খবর! অভিনন্দন আপনাকে। স্থানীয় খবরগুলোর সূত্র অনুযায়ী, আনন্দিলাল কুশওয়াহার বসবাস পান্না জেলার রানীপুর গ্রামে। পান্না এলাকাটি হীরাসমৃদ্ধ বলে পরিচিতি আছে। তিনি সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়ে তাতে এক বছর ধরে হীরা খোঁজার কাজ করছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার সেখানে মাটির নিচ থেকে তার দিকে তাকিয়ে চিক চিক করে হেসে ওঠে বড় এক টুকরো হীরা। বিস্ময়ে বিহ্বল হয়ে যান আনন্দিলাল কুশওয়াহা। নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি সত্যি এভাবে ভাগ্য বদলে যেতে পারে! এমন তো কল্পকাহিনীতে শোনা যায়। তাই এবার তার ভাগ্যে সত্যি হয়ে দেখা দিয়েছে! এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আপনি ভাগ্যবান ভাই। আপনার এমন খবরে আমি খুশি।
ওদিকে হীরা পাওয়ার পর আনন্দিলাল কুশওয়াহার পিছন পিছন ঘুরছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। তিনি তাদেরকে বলেছেন, সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে গত একটি বছর আমরা খনন কাজ করে যাচ্ছি। এত ভাল মানের এবং এত বড় একটি হীরা পাওয়ায় আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না।
১০.৬৯ ক্যারেটের ওই হীরাটি তিনি সরকারি নিয়ম অনুযায়ী জমা দিয়েছেন পান্না জেলার খনিজ বিভাগে। তারা এই হীরা নিলামে তুলে যে দাম ওঠে সেখান থেকে রয়েলটি এবং ট্যাক্স বাদ দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কৃষককে দিয়ে দেয়। আনন্দিলাল কুশওয়াহার হীরার দাম উঠতে পারে ৫০ লাখ রুপি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেও আনন্দিলাল কুশওয়াহা তার জমিতে ০.৭ ক্যারেটের একটি হীরা পেয়েছিলেন।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত ভাল খবর! অভিনন্দন আপনাকে। স্থানীয় খবরগুলোর সূত্র অনুযায়ী, আনন্দিলাল কুশওয়াহার বসবাস পান্না জেলার রানীপুর গ্রামে। পান্না এলাকাটি হীরাসমৃদ্ধ বলে পরিচিতি আছে। তিনি সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়ে তাতে এক বছর ধরে হীরা খোঁজার কাজ করছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার সেখানে মাটির নিচ থেকে তার দিকে তাকিয়ে চিক চিক করে হেসে ওঠে বড় এক টুকরো হীরা। বিস্ময়ে বিহ্বল হয়ে যান আনন্দিলাল কুশওয়াহা। নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি সত্যি এভাবে ভাগ্য বদলে যেতে পারে! এমন তো কল্পকাহিনীতে শোনা যায়। তাই এবার তার ভাগ্যে সত্যি হয়ে দেখা দিয়েছে! এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আপনি ভাগ্যবান ভাই। আপনার এমন খবরে আমি খুশি।
ওদিকে হীরা পাওয়ার পর আনন্দিলাল কুশওয়াহার পিছন পিছন ঘুরছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। তিনি তাদেরকে বলেছেন, সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে গত একটি বছর আমরা খনন কাজ করে যাচ্ছি। এত ভাল মানের এবং এত বড় একটি হীরা পাওয়ায় আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না।
১০.৬৯ ক্যারেটের ওই হীরাটি তিনি সরকারি নিয়ম অনুযায়ী জমা দিয়েছেন পান্না জেলার খনিজ বিভাগে। তারা এই হীরা নিলামে তুলে যে দাম ওঠে সেখান থেকে রয়েলটি এবং ট্যাক্স বাদ দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কৃষককে দিয়ে দেয়। আনন্দিলাল কুশওয়াহার হীরার দাম উঠতে পারে ৫০ লাখ রুপি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেও আনন্দিলাল কুশওয়াহা তার জমিতে ০.৭ ক্যারেটের একটি হীরা পেয়েছিলেন।

পোস্ট শেয়ার করুন

একেই বলে ভাগ্য! রাতারাতি মিলিয়নিয়ার যে কৃষক

আপডেটের সময় : ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

একেই বলে ভাগ্য! ভারতের মধ্যপ্রদেশের এক দরিদ্র কৃষক আনন্দিলাল কুশওয়াহা (৩৪) রাতারাতি এখন মিলিয়নিয়ার। কিভাবে জানেন! তিনি সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন এক টুকরো জমি। সেখানেই তিনি খুঁজে পেয়েছেন ১০.৬৯ ক্যারেটের একটি ডায়মন্ড বা হীরা। আর সঙ্গে সঙ্গে তিনি মিলিয়নিয়ার। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। মধ্য প্রদেশের পান্না জেলায় তার বাড়ি। মঙ্গলবার তিনি এই হীরা পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যমণি হয়ে উঠেছেন আনন্দিলাল কুশওয়াহা। সবাই তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিচ্ছেন।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত ভাল খবর! অভিনন্দন আপনাকে। স্থানীয় খবরগুলোর সূত্র অনুযায়ী, আনন্দিলাল কুশওয়াহার বসবাস পান্না জেলার রানীপুর গ্রামে। পান্না এলাকাটি হীরাসমৃদ্ধ বলে পরিচিতি আছে। তিনি সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়ে তাতে এক বছর ধরে হীরা খোঁজার কাজ করছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার সেখানে মাটির নিচ থেকে তার দিকে তাকিয়ে চিক চিক করে হেসে ওঠে বড় এক টুকরো হীরা। বিস্ময়ে বিহ্বল হয়ে যান আনন্দিলাল কুশওয়াহা। নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি সত্যি এভাবে ভাগ্য বদলে যেতে পারে! এমন তো কল্পকাহিনীতে শোনা যায়। তাই এবার তার ভাগ্যে সত্যি হয়ে দেখা দিয়েছে! এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আপনি ভাগ্যবান ভাই। আপনার এমন খবরে আমি খুশি।
ওদিকে হীরা পাওয়ার পর আনন্দিলাল কুশওয়াহার পিছন পিছন ঘুরছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। তিনি তাদেরকে বলেছেন, সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে গত একটি বছর আমরা খনন কাজ করে যাচ্ছি। এত ভাল মানের এবং এত বড় একটি হীরা পাওয়ায় আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না।
১০.৬৯ ক্যারেটের ওই হীরাটি তিনি সরকারি নিয়ম অনুযায়ী জমা দিয়েছেন পান্না জেলার খনিজ বিভাগে। তারা এই হীরা নিলামে তুলে যে দাম ওঠে সেখান থেকে রয়েলটি এবং ট্যাক্স বাদ দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কৃষককে দিয়ে দেয়। আনন্দিলাল কুশওয়াহার হীরার দাম উঠতে পারে ৫০ লাখ রুপি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেও আনন্দিলাল কুশওয়াহা তার জমিতে ০.৭ ক্যারেটের একটি হীরা পেয়েছিলেন।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত ভাল খবর! অভিনন্দন আপনাকে। স্থানীয় খবরগুলোর সূত্র অনুযায়ী, আনন্দিলাল কুশওয়াহার বসবাস পান্না জেলার রানীপুর গ্রামে। পান্না এলাকাটি হীরাসমৃদ্ধ বলে পরিচিতি আছে। তিনি সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়ে তাতে এক বছর ধরে হীরা খোঁজার কাজ করছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার সেখানে মাটির নিচ থেকে তার দিকে তাকিয়ে চিক চিক করে হেসে ওঠে বড় এক টুকরো হীরা। বিস্ময়ে বিহ্বল হয়ে যান আনন্দিলাল কুশওয়াহা। নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সত্যি সত্যি এভাবে ভাগ্য বদলে যেতে পারে! এমন তো কল্পকাহিনীতে শোনা যায়। তাই এবার তার ভাগ্যে সত্যি হয়ে দেখা দিয়েছে! এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আপনি ভাগ্যবান ভাই। আপনার এমন খবরে আমি খুশি।
ওদিকে হীরা পাওয়ার পর আনন্দিলাল কুশওয়াহার পিছন পিছন ঘুরছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। তিনি তাদেরকে বলেছেন, সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে গত একটি বছর আমরা খনন কাজ করে যাচ্ছি। এত ভাল মানের এবং এত বড় একটি হীরা পাওয়ায় আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না।
১০.৬৯ ক্যারেটের ওই হীরাটি তিনি সরকারি নিয়ম অনুযায়ী জমা দিয়েছেন পান্না জেলার খনিজ বিভাগে। তারা এই হীরা নিলামে তুলে যে দাম ওঠে সেখান থেকে রয়েলটি এবং ট্যাক্স বাদ দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কৃষককে দিয়ে দেয়। আনন্দিলাল কুশওয়াহার হীরার দাম উঠতে পারে ৫০ লাখ রুপি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেও আনন্দিলাল কুশওয়াহা তার জমিতে ০.৭ ক্যারেটের একটি হীরা পেয়েছিলেন।