ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড পেল উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়
- আপডেটের সময় : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ৬২৩ টাইম ভিউ
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক গত ২০ জুলাই ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড (আইএসএ) ঘোষনা করা হয়েছে। এতে জুন ২০২০ইং রাউন্ডে দেশের ২২টি শিক্ষা প্রতিষ্টানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০ জুলাই ঘোষিত হয় চুড়ান্ত ফল। তন্মধ্যে স্থান করে নেয় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়। কানেকটিং ক্লাসরুম প্রকল্পে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক ঘোষিত সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড (আইএসএ) লাভ করেছে। পারফরম্যান্স মূল্যায়ন কমিটি কর্তৃক অনেক যাচাই বাছাইয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করে৷ এতে মৌলভীবাজার জেলার মধ্যে একমাত্র স্কুল হিসেবে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এই খ্যাতি অর্জন করেছে। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, ফুল অ্যাওয়ার্ড এর জন্য স্কুল আন্তর্জাতিক পার্টনার স্কুল (ভারত, পাকিস্থান, নেপাল, আফগানিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইংল্যান্ড) সহ অন্যান্য দেশের বিভিন্ন স্কুল কোর্ডিনেটরের সাথে বিভিন্ন প্রজেক্ট (কাজের অভিজ্ঞতা ও সারা বছর ধরে কার্যক্রম পরিচালনা করা) শেয়ার করে থাকে। কার্যক্রম সমূহের বিষয় ছিলো ১। বাংলাদেশের ইতিহাস, ২। সড়ক পথের নিরাপত্তা, ৩। ফুল বাগান ও তার ঔষধি গুণ ৪। বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস, ৫। বিশ্ব শিক্ষক দিবস, ৬। আমাদের সংস্কৃতি, ৭। বর্জ্য এর ব্যবহার, ৮। বিজ্ঞান মেলাসহ আরোও কার্যক্রম সমগ্র স্কুল এবং পাঠ্যক্রমে নিহিত ছিলো। স্কুল তাঁর শিখনকে স্থানীয় কমিউনিটিতে প্রকাশ করে এবং পার্টনার স্কুলের সাথে শেয়ার করে প্রচলিত পদ্ধতিগুলোর তুলনা করে নিম্নের দক্ষতা অর্জন করে। শিক্ষকগণ তাদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রগুলো সনাক্ত করে, নিজেরা দক্ষতা অর্জন করেন। বৈশ্বিক নাগরিক হিসাবে পার্টনার স্কুলের সাথে আন্তর্জাতিকভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরাও তাদের জীবনের জন্য দক্ষতা উন্নয়ন করে। এই কার্যক্রম জুলাই ২০১৯ থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সময়ের করা প্রজেক্ট গুলোর মধ্যে ৮ আটটি প্রজেক্ট কার্যক্রম দিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আবেদন করা হয়। ব্রিটিশ কাউন্সিল তাঁর তত্ত্বাবধানে পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড ঘোষনা করে। এই অ্যাওয়ার্ড তিন বছরের জন্য কার্যকর থাকে। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এই অ্যাওয়ার্ড পেতে যারা অগ্রণী কাজ করেন ও ভূমিকা রাখেন তারা হলেন বিদ্যালয়ের প্রজেক্টের আন্তর্জাতিক কো-অর্ডিনেটর ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবির এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু। প্রতিষ্ঠানের পাশাপাশি এ সাফল্যে অগ্রণী ভূমিকা পালনকারী হিসেবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবির ও আন্তর্জাতিক কো-অর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজকে সম্মাননা সনদ প্রদান করবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। এ প্রসঙ্গে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আইএসএ’র প্রজেক্টের আন্তর্জাতিক কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন আজিজ বলেন, সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেতে প্রথমে ব্রিটিশ কাউন্সিলের সদস্য হয়ে স্কুল অ্যাম্বাসেডরের মাধ্যমে বাংলাদেশসহ বহির্বিশ্বের পছন্দনীয় স্কুলগুলোর সাথে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েব সাইট দ্বারা কানেক্টিং ক্লাসরুম সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক প্রজেক্ট নিয়ে শেয়ারিংয়ে অংশগ্রহণ করতে হয়৷ সন্তোষজনক পারফরম্যান্স ও ফিডব্যাক শেষে প্রথম রাউন্ডে ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে হয়৷ এ রাউন্ড সন্তোষজনক সমাপ্তি শেষে পুনরায় কমপক্ষে সাতটি প্রজেক্ট শেয়ারিংয়ের মাধ্যমে ফুল অ্যাওয়ার্ডের জন্য একইভাবে তাদের নিজস্ব ফরমে আবেদন করতে হয়। সেই প্রেক্ষিতে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় মোট ২০ টি প্রজেক্টের মধ্যে সেরা ৮ টি প্রজেক্ট সিলেক্ট করে আওয়্যার্ড প্রাপ্তির জন্য ব্রিটিশ কাউন্সিলে জমা দেই। যাচাই-বাছাই কাজ শেষে আমাদের বিদ্যালয়কে এই সম্মানসূচক ফুল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবির বলেন, এই অ্যাওয়ার্ড অর্জনে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষার্থীদের সকল অভিভাবক অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই ব্রিটিশ কাউন্সিল স্কুল এ্যাম্বাসেডর মো. কামাল উদ্দিনসহ ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষকে। এছাড়া অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজকে। যার ঐকান্তিক প্রচেষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে এই অ্যাওয়ার্ড অর্জন সম্ভব হয়েছে। ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্টিভিটি করার ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই অর্জনের মধ্যে দিয়ে প্রফেশনাল ডেভেলপমেন্টের আরেকটি ধাপ উন্নীত হলো এবং বিদ্যালয়টি আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। উল্লেখ্য, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পড়ালেখায় ভালো ফলাফল অর্জন করা। সেক্ষেত্রেও এবারের এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য (প্রতিষ্ঠানের ইতিহাসে) বয়ে এনেছে প্রতিষ্ঠানটি। ১৪জন জিপিএ -৫ প্রাপ্তসহ গড় পাশের হারও ভালো ছিলো। ১৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮ জন পাশ করেছে। পাশের হার ৯৫.৪৮ শতাংশ।#