১০০ ঘন্টায় মিলিয়ন করোনা আক্রান্ত, বিশ্বজুড়ে করোনায় ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে
- আপডেটের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ৬০৯ টাইম ভিউ
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ১৪ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে শুক্রবার। তবে এবারই প্রথমবার মাত্র ১০০ ঘন্টারও কম সময়ে বিশ্বজুড়ে এক মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, এ বছরের জানুয়ারিতে চীনের উহানে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পরে। এরপর গত সাত মাসে একাধারে বেড়ে চলেছে এর সংক্রমণের গতি। একের পর এক মহাদেশকে বিপর্যস্ত করে বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও তা আস্তে আস্তে বেগমান হচ্ছে। প্রথম এক মিলিয়ন মানুষ সংক্রমিত হতে সময় লেগেছিল প্রায় তিন মাস।
তবে গত ১০০ ঘন্টায়ই এবার এক মিলিয়ন মানুষ সংক্রমিত হয়েছে। এটিই প্রথমবার এত কম সময়ে এক মিলিয়নের বেশি মানুষের করোনা সংক্রমণের ঘটনা।
এখন পর্যন্ত করোনার সবথেকে ভয়াবহ সংক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মহামারিতে প্রাণ হারিয়েছেন এরমধ্যে ১ লাখ ৪০ হাজার। এরপরেই সবথেকে বেশি সংক্রমিত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন ২০ লাখের বেশি। এর মধ্যে মারা গেছেন ৭৭ হাজার জন। তৃতীয় অবস্থানেই রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। ১৩০ কোটি মানুষের দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪০ হাজার জন। এরমধ্যে মারা গেছেন প্রায় ২৭ হাজার।