এম সাইফুর রহমান স্বরণে ভাচ্যুয়াল আলোচনা ও দোয়া মাহফিল

- আপডেটের সময় : ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ৩৯৭ টাইম ভিউ
ইউএসএ থেকে: গতকাল ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৬:০০ ঘটিকায় মরহুম এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত বিএনপি জাতীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি জনাব এম,এ,হক এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কনিষ্ট ভ্রাতা মরহুম এম ফায়জুর রহমানের মৃত্যুতে ভাচ্যুয়াল
স্বরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম এম সাইফুর রহমান স্মৃতি সংসদের সন্মানিত সভাপতি
জনাব লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জনাব আহবাব চৌধুরী খোকন এর সজ্ঞালনায়
উক্ত সভায় টেলিকনফারেন্সzoomএর মাধ্যমে বক্তব্য রাখেন
যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,জাললাবাদ এসোসিয়েশন এর সভাপতি ময়নুল চৌধুরী হেলাল,বিএনপি নেতা মন্জুর আহমদ চৌধুরী,আজিমুর রহমান বোরহান,শরীফ আহমদ লস্কর,যুবদল নেতা মো:আবু সাঈদ আহমদ,ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী,কানেকটিকাট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বীয়া,ক্যলিফোনিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত,বাংলাভিশন টেলিভিশন এর প্রাক্তন সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী দিপু,এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্ক এর ওবায়দুল হক চৌধুরী শিবলু,মো: জাবেদ উদ্দীন,সৈয়দ গৌছুল হোসেন,মিজানুর রহমান চৌধুরী,জুয়েল খান,এমদাদ হোসেন তরফদার,খলিলুর রহমান,মো: জাবেদ আহমদ,শাহ্ জাবের আহমদ,চৌধুরী তানিম প্রমুখ।
সভায় এম এ হক,ফায়জুর রহমান,কামাল আহমেদ,বদর উদ্দীন আহমদ কামরান সহ দেশ ও প্রবাসে যারা বৈশ্বিক মহামারী কোভিড ১৯ আক্রান্তে মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়,
মোনাজাত পরিচালনা করেন মৌলানা রসিদ আহমদ ।