অমিতাভ বচ্চনের করোনা, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

- আপডেটের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ৩৮৮ টাইম ভিউ
মুম্বইয়ের করোনা এ বার পৌঁছে গেল জুহুর সবচেয়ে বিখ্যাত বাংলোয়। শনিবার করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হলেন অমিতাভ বচ্চন। রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ভালভাবেই চলছে ।
পুত্র অভিষেক বচ্চনেরও করোনা পরীক্ষার ফল পজ়িটিভ।
শনিবার রাত ১০টা ৫২ মিনিটে গোটা দেশের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল সিনিয়র বচ্চনের টুইট। ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যাঁরা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’
বাকিদের ফল অবশ্য জানা গেল কিছু ক্ষণ পরেই। পজ়িটিভ অভিষেকও। তবে জয়া-ঐশ্বর্যা-আরাধ্যা নেগেটিভ। রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়াকে ফোন করে সকলের খোঁজখবর নিলেন।
সুত্র-আনন্দবাজার