কোম্পানীগঞ্জ থানার দুই পুলিশ অফিসার ক্লোজড
- আপডেটের সময় : ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ৪৫৯ টাইম ভিউ
সীমান্তে চোরাচালান ও পাথর কোয়ারী থেকে চাঁদা উঠানোসহ নানা অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশার।
এর আগে একই অভিযোগে ওই থানার ওসি সজল কানুকে প্রত্যাহার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান জানান, প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার দুই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।
গত ২৭ এপ্রিল টাকার বিনিময়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু পাচার করানোর দায়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ।#