জুড়ীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
- আপডেটের সময় : ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ৫৩০ টাইম ভিউ
জুড়ীতে মঙ্গলবার ভোর রাতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগিতায় কুলাউড়া দমকল বাহিনীর একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে মার্কেটের ৩টি দোকান ও দুইটি মোটরসাইকেল পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
এলাকাবাসী ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ সংলগ্ন হাজী রুহুল আমিনের মার্কেটে ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে মার্কেটের পাশের বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এলাকাবাসীর সহযোগিতায় কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মার্কেটের রহিম মিয়া, মুজিব আলীর মুদি দোকান এবং বাহার উদ্দিনের ক্লাবঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। এ সময় ক্লাব ঘরে রাখা উত্তর জাঙ্গীরাই গ্রামের সুমন মিয়া ও সুজন মিয়ার ২টি মোটর সাইকেলও পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ভোর রাতেই জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন।
কুলাউড়া ফায়ার স্টেশনের অফিসার বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।#